চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

উখিয়া সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮-এপিবিএন।

 

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ময়নারঘোনা এলাকার ক্যাম্প-১৮ এর এল/০৯ ব্লকের ব্রিজের পাশের রাস্তার ওপর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

৮-এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদে এপিবিএনের একটি টিম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট