চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে চাঞ্চল্যকর ইউনুচ হত্যা মামলায় গ্রেপ্তার ১

টেকনাফে চাঞ্চল্যকর ইউনুচ হত্যা মামলায় গ্রেপ্তার ১

টেকনাফ সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা ইউনুচ মেম্বার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ সিদ্দিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক (৪৫) উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

তিনি বলেন, গত ৬ নভেম্বর রাতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী কহিনুর আক্তার (৪১) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। উক্ত মামলায় হ্নীলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে মামলার ১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সিদ্দিকের নিকট থেকে হত্যা মামলা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট