
চট্টগ্রামের অন্যতম শাস্ত্রীয় নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের রজত জয়ন্তী অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) ও রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘পথ চলার ২৫ বছর” শীর্ষক দু’দিন ব্যাপী নৃত্যালেখ্য ও ওড়িশী নৃত্যকলা অনষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানের প্রথম দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে নৃত্যালেখ্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’ প্রদর্শন করে। প্রযোজনাটিতে নজরুলের সাহিত্য যেমনভাবে ফুটে ওঠে তেমনি গ্রামীণ বাংলার সামাজিক চিত্র, ঐতিহ্য, প্রেম ও মানবিকতার দিকটি প্রকাশ পেয়েছে। গ্রন্থনায় ছিলেন সনজীব বড়ুয়া, আলোক পরিকল্পনায় ছিলেন অসীম দাশ, ভাবনা-পরিকল্পনা-নৃত্যনির্মিতি করেছেন প্রমা অবন্তী। অংশগ্রহণে ছিলেন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়া ও ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষার্থীবৃন্দ।
প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অবদান রাখার জন্য সমাজবিজ্ঞানী ও অধ্যাপক এবং প্রতিষ্ঠানের সভাপতি ড. অনুপম সেন এবং অধ্যাপক সনজীব বড়ুয়াকে আজীবন সম্মাননায়‘সাহিত্য সম্মাননা ২০২৫’ পুরস্কার প্রদান করে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) নির্বাহী প্রধান, নাট্যজন ও সংগঠক শিশির দত্ত, কবি অভীক ওসমান, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারুক তাহের এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ‘ওড়িশী নৃত্যকলা’। এই পরিবেশনায় ‘ওড়িশী’ নৃত্য প্রদর্শতি হয়। অংশগ্রহণে ছিলেন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীবৃন্দ। অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং বিশিষ্ট কথাসাহিত্যিক ওমর কায়সার।
উল্লেখ্য, এই বছরের ১০ই জানুয়ারি প্রতিষ্ঠানের ‘রজত জয়ন্তী’ বা ২৫ বছর পূর্তি উপলক্ষে গুরু পৌষালী মুখার্জী স্মরণে ১ম পর্ব বা প্রারম্ভিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বছরের ডিসেম্বরে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার রজত জয়ন্তী উপলক্ষে ৩য় পর্বে অনুষ্ঠানের আয়োজন ও প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলনমেলার আয়োজন করতে চলেছে।
পূর্বকোণ/পিআর