
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে পিতা আহম্মদ হোসেন নিহতের ঘটনায় ছেলে রিয়াদ হোসনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াদ হোসেন নিহত আহম্মদ হোসেনের (৫২) ছেলে।
সোমবার (১০ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে
এর আগে গতকাল রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিভিন্ন বিষয়ে বাবা-ছেলের কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। এ সময় রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে। পরিবারের অন্য সদস্যরা হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ছেলের আঘাতে পিতার মৃত্যুর ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে আজ ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পূর্বকোণ/পিআর