
প্রতিদিন রাতে বাজারে ঘুরে ঘুরে চিৎকার করত বেলাল (৩০) নামে এক যুবক। অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলেই তাদের তাড়া করত সে। ফলে এ বাজারে চুরি-ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বাজার কমিটি ও ব্যবসায়ীদের কাছে খুবই প্রিয় ছিল সে। কিন্তু নিঃস্বার্থ এ যুবকটিকে গতকাল নির্মমভাবে হত্যা করেছে কে বা কারা।
আজ রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তার রক্তাক্ত মৃতদেহ বাজারে পড়ে থাকতে দেখে চমকে উঠেন ব্যবসায়ীরা। চোর-ডাকাতদের বাধা দেওয়াই বেলালের জন্য কাল হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। নিহত মো. বেলাল স্থানীয় মীরেরহাট এলালার জয়নাল উকিল বাড়ির আবুল কালামের ছেলে।
এলাকাবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, নিহত বেলাল কিছুটা মানসিক প্রতিবন্ধী। ঘুরে ঘুরে বাজারেই থাকত সে। তবে কারো ক্ষতি করত না সে। বরং রাতে বাজারের নিরাপত্তায় তার ভূমিকা ছিলো অন্য যেকোন ব্যক্তির চেয়ে বেশি। সে চোর ডাকাতদের বাধা দিতো সবসময়। মাদকসেবীরাও থাকত আতঙ্কে। এভাবে দিন কাটত বেলালের। কিন্তু রবিবার ভোরে বাজারের ব্যবসায়ীরা দেখেন, বেলালের মৃতদেহ পড়ে আছে বাজারে। শরীর থেকে ঝরে পড়া রক্তে ভেসে গেছে আশপাশ। তার শরীরের উপর পড়ে আছে মোটা গাছের টুকরো। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় যুবক ও নিহত বেলালের নিকটাত্মীয় আলমগীর হোসেন জানান, মীরেরহাট বাজারে প্রায়ই চোর ডাকাত হানা দিলেও বেলাল তাদের বাধা দিতো। শনিবার রাতে বাজার পাহারা দিতে দিতে কোন একসময় সে ঘুমিয়ে পড়েছিলো অথবা দুস্কৃতিরা তাকে শুইয়ে গায়ে কম্বল মুড়িয়ে কাঠ দিয়ে এলোপাথারী পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
ইব্রাহিম নামের আরেক যুবক বলেন, রাতের বেলায় সে বাজারকে দারোয়ানের মত পাহারা দিত। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বেলাল কিছুটা মানসিক প্রতিবন্ধী হলেও বাজার প্রহরায় সে ছিলো নির্ভিক ও নির্ভরযোগ্য। রাতের বেলা বাজারেই থাকতো। সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করতো। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাছাড়াও মিরেরহাট বাজারে মাদকের আশপাশের মাদক কারবারিদের জন্যও বাধা ছিলো বেলাল। শনিবার রাতে মিরেরহাট বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষ হয়েছে প্রায় রাত ১টার দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/পিআর