চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নেতা কখনো কর্মীদের ফেলে যান না, খালেদা জিয়া যার উদাহরণ

রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের চৌধুরী

নেতা কখনো কর্মীদের ফেলে যান না, খালেদা জিয়া যার উদাহরণ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৫ | ১১:৪০ অপরাহ্ণ

‘কোন রাজনৈতিক নেতা তাঁর কর্মীদের ফেলে যান না, যার জলন্ত উদাহরণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অথচ হাসিনা তাদের সবাইকে ছেড়ে পালিয়ে গেছে যা সত্যি লজ্জাকর। বেখম খালেদা জিয়া প্রমাণ করেছে নেতৃত্ব কাকে বলে। নেতৃত্ব যে দিবে দিক, সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। যারা ধানের শীষের পক্ষে কাজ করবে তাদের সম্মান করবেন সবাই। সবাই আমাকে সুযোগ করে দিবেন যাতে আপনাদের খেদমত করতে পারি।

আজ শনিবার (৮ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

‎তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ আমাকে বেছে নেবে, সেই ভরসায় জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ধানের শীষের প্রতীকে রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করবে। কারণ উনার বিশ্বাস, রাঙ্গুনিয়ার মানুষ অলরেডি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ফেলেছে। তাই সকলের দায়িত্ব, তারেক রহমান সাহেবের এই বিশ্বাস যেনো কোনভাবে না ভাঙ্গে।

‎রাঙ্গুনিয়ায় গ্রুপিং অপরাজনীতির সুযোগ নেই উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার মাটিতে গ্রুপিং, ভিন্ন দলের অপরাজনীতি, কিংবা আওয়ামীলীগের সন্ত্রাসীদের আর সুযোগ দেয়া যাবে না।

তিনি আরও বলেন, আ’লীগ আমাদের ওপর যে অত্যাচার চালিয়েছে, আমরা যেনো সেই অত্যাচার কারোর ওপর না করি। রাঙ্গুনিয়ার জন্য নতুন স্লোগান হতে হবে, ভালবাসার রাঙ্গুনিয়া। এখানে নোংরা রাজনীতির আর কোন সুযোগ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির সাবেক আহবায়ক লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। উদ্বোধক ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম।‎‎ এছাড়া মাদরাসা কমিটির সদস্য,স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদলসহ গণ্যমাণ্য ব্যক্তি ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট