চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

‎রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎রাঙ্গুনিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎ রাঙ্গুনিয়া সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুস্তম আলী (৪১) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুস্তম আলী একই এলাকার আহাম্মদ হোসেনের ছেলে।

 

আজ শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি জানান, অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট