
কক্সবাজারের চকরিয়ায় দুইটি মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার (৮ নভেম্বর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চত করেন।
গ্রেপ্তাররা হলেন, চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. সেলিম (৩৫), কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরুর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১),পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে নাছির উদ্দিন (৪৫) এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার আকতার আহমদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।
তৌহিদুল আনোয়ার জানান, মধ্যরাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে মাইক্রোবাসসহ অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬–৭ জন পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ