চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

গভীর রাতে বাহিরে হুক লাগিয়ে বসতঘরে আগুন রাউজানে

গভীর রাতে বাহিরে হুক লাগিয়ে বসতঘরে আগুন রাউজানে

রাউজান সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তরা বাহির থেকে দরজার হুক লাগিয়ে আগুন দিয়েছে দুইটি বসতঘরে। পুড়ে ছাই হয়ে গেছে ঘর ও ঘরের সব আসবাবপত্র।

বৃহস্পতিবর (৭ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের কবিরাজ বাড়ির শিপন দে এবং মাস্টার অরুণ মুহুরী বাড়ির শিক্ষক মৃদুল মুহুরীর ঘরে আগুনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিপন দেব বলেন, রাতে আগুনের তাপে ঘুম ভেঙে গেছে । বাইরে বের হতে গিয়ে দেখি দরজায় বাহির থেকে হুক লাগানো। পরে মোবাইলে কল দিলে পাশের ঘরের প্রতিবেশী দরজা খুলে দেন।

অন্য ভুক্তভোগী শিক্ষক মৃদুল মুহুরী বলেন, আমি সেদিন বাড়িতে ছিলাম না। বাড়ির এক সদস্য মলত্যাগে জন্য বাইরে বের হয়ে দেখে ঘর থেকে ধোঁয়া উঠছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ধারণা করছি এটি পরিকল্পিতভাবে দেওয়া আগুন। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট