চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা ২ ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে আগুন

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৫ | ১:১০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজনের আহত হবার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাট ও আগুন দেবার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। পিরোজপুর ইউনিয়নের বালু মহাল নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দ্বন্দ্বের জেরে রাতে সাড়ে আটটার দিকে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ান। একে অপরের উপর ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি বাড়িঘরে লুটপাট ও আগুন দেন তারা।

অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়েছে জানিয়ে ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন, স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকরা একে অপরের বাড়িতে আগুন দিয়েছেন। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উপর ইট-পাটকেলও ছুড়েছে তারা। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় ববেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, একটি ঘরে আগুন নেভানোর সময় আরেকটি বাড়িতে আগুন দেবার খবর পাই। সব আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুʼটি ইউনিটের প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

আব্দুল জব্বারের সমর্থক সংঘর্ষে আহত রানা মিয়া সাংবাদিকদের বলেন, আগুন দেওয়া চারটি ঘর তাদের পক্ষে ছিল।

এদিকে, সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি নেতাকেই থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়ে পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট