চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে একই স্থানে আবারও গোলাগুলি, এবার গুলিবিদ্ধ অটোরিক্সাচালক

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টা না পেরুতেই চালিতাতলী এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রসঙ্গত, বুধবার (৫ নভেম্বর) একই এলাকায় গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ ও চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন। পরে একটি বেসরকারি হাসপাতালে সরোয়ার বাবলার মৃত্যু হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট