
জাল দলিল ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে নগরীর পূর্ব নাছিরাবাদ এলাকায় সরকারের পরিত্যক্ত সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ দু’জনকে আটক করা হয়। আটকরা হলেন : মো. আনোয়ারুল হক ও মো. তসলিম হোসেন।
জানা গেছে, পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদ মৌজার ০.৮০৯৩ একর পরিত্যক্ত সম্পত্তি, যা ১৯৭২ সালের পি.ও ১৬/৭২ অনুযায়ী সরকারের তালিকাভুক্ত, সেটি আত্মসাৎ করার জন্য আনোয়ারুল হক নিজেকে মৃত সৈয়দ আহামদ হাসেমীর সন্তান দাবি করেন। তিনি একটি জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করে এসব সম্পত্তি দখলের চেষ্টা করেন। পরবর্তীতে জেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি যাচাই করলে এনআইডিটি জাল বলে শনাক্ত হয়। এছাড়া আনোয়ারুল হক ও তার সহযোগী তসলিম হোসেনের আম মোক্তার দলিলের ব্যবহৃত স্বাক্ষর ও অন্যান্য তথ্য যাচাই করলেও তাতেও তাদের জালিয়াতি ধরা পড়ে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এ বিষয়টি স্বীকার করেন। পরে তাদের আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, আনোয়ারুল হক ও তসলিম হোসেন পরস্পর যোগসাজশে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আম মোক্তার দলিল সৃজন করে সরকারের সম্পত্তি দখলে চেষ্টা করেন। তাদের আটক করে থানায় দেয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ