চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে বাসচাপায় নারীর মৃত্যু

সীতাকুণ্ডে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে বাসচাপায় নারীর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৫ | ৮:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল নারীর

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অসুস্থ স্বজনকে দেখতে যাবার সময় বাস চাপায় দিল আফরোজা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

 

আজ বুধবার দুপুরে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের ছোট বোনের জামাই জালাল আহমদ বলেন, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমার ক্যান্সার আক্রান্ত বোনকে দেখতে যাচ্ছিলেন। এ সময় উপজেলার পন্থিছিলা এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী ঢাকামুখী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

‎কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ঢাকামুখী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় মহিলা নিহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট