চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

‎সীতাকুণ্ডে ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

‎সীতাকুণ্ডে ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৫ | ৫:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাতিজার জানাজা শেষে স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা মো. রেজাউল করিম (৬০)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

 

তিনি ওই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামের প্রবাসী নাঈম রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের সাথে উপস্থিত ছিলেন তার চাচা রেজাউল করিমও। রাত ৮টার দিকে জানাজা শেষ হলে বুকে ব্যাথা শুরু হয় চাচার। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এদিকে যুবকের অকাল মৃত্যুর জানাজা শেষে তার চাচারও মৃত্যু দেখে শোকে মূহ্যমান হয়ে পড়েন এলাকার মানুষ। তারা বলেন, প্রবাসী ভাইয়ের যুবক সন্তান নাঈমের অকাল মৃত্যু মেনে নিতে পারেননি চাচা রেজাউল হক। এতে তিনি দারুণভাবে শোকাহত হন। এ নিয়ে টেনশন করতে করতে জানাজা শেষে ভাতিজাকে শেষ বিদায়ের সময় আর শোক সইতে পারেননি তিনি।

 

মৃত নাঈমের ভাই রাজু বলেন, আমার ভাই নাঈমের মৃত্যু চাচা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। যার কারণে জানাজা শেষে স্ট্রোক করে মারা যান তিনি। বুধবার সকাল ১০ টার দিকে চাচার জানাজা শেষে নাঈমের পাশেই কবরস্থ করা হয় তাকে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট