
চট্টগ্রামের লোহাগাড়ায় সাতটি বাসকে ২১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে চুনতি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করায় সাতটি বাস থেকে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং এসব বাসকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, অভিযান পরিচালনা করে সাতটি বাসকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ