চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

জার্মান দূতাবাস অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

জার্মান দূতাবাস অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ

ঢাকার জার্মান দূতাবাস অন্য দেশের ভিসা আবেদনগ্রহণ করে না। দূতাবাস শুধুমাত্র জার্মানির ন্যাশনাল ভিসা ইস্যু করে থাকে।

 

বুধবার (৫ ন‌ভেম্বর) এক বার্তায় জার্মান দূতাবাস এই কথা জা‌নি‌য়ে‌ছে।

 

দূতাবাসের ফেসবু‌কে দেওয়া বার্তায় জানা‌নো হয়, জার্মান দূতাবাস শুধুমাত্র জার্মানির ন্যাশনাল ভিসা ইস্যু করে থাকে। অন্য কোনো শেনজেন দেশের ন্যাশনাল ভিসা ইস্যু ক‌রে না দূতাবাস। অনেক আবেদনকারী ভুল বুঝে জার্মান দূতাবাসে অন্য শেনজেন দেশের ন্যাশনাল ভিসা আবেদন জমা দিতে আসেন।

 

বার্তায় এস্তোনিয়ার কর্মসংস্থান ভিসা আবেদনও জার্মান দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়া করে না ব‌লে উ‌ল্লেখ করার পাশাপা‌শি দূতাবাসের পক্ষ থেকে সব আবেদনকারীকে অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করে সঠিক ভিসা সেন্টার বা দূতাবাসে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট