
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৩), চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪), লিজা মজুমদার (২৫), রাশেদা শিল্পী (৫০)। আহতরা হলেন, এনামুল হক ও মাইক্রোবাস চালক আমিনুল হক। নিহতরা গুরুতর আহত এনামুল হকের মা, শাশুড়ী, স্ত্রী, ছোটবোন ও শ্যালিকা।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ