
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ মো. গিয়াস উদ্দিন নামে (২১) এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ধোপাঘাট নাছির উদ্দিনের ঘর থেকে অস্ত্রসহ তাকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
মো. গিয়াস উদ্দিন কোদালা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের পূর্ব কোদালা ধোপাঘাট মুন্সিবাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মো. সেলিম জানান, দেশীয় অস্ত্রসহ গিয়াসকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/পারভেজ