
দেশের সংসদীয় ৩০০ নং আসন বান্দরবানে বিএনপি’র মনোনয়ন পেলেন জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
আজ সোমবার (০৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ চট্টগ্রাম আসনগুলোতেও প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। এদিকে বান্দরবান আসনে সাচিং প্রু জেরীর নাম ঘোষণার পর দলের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় হয়েছে মিষ্টি বিতরণ। বিশেষ করে বিএনপি’র সাচিং প্রু জেরীর সমর্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ে।
অপরদিকে হতাশার সৃষ্টি হয় মাম্যেচিং ও জাবেদ রেজা সমর্থিত নেতাকর্মীদের মধ্যে। যদিও সকল নেতাকর্মীদের একসাথে নির্বাচনে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনে জয়লাভ করতে নেতাকর্মীরা সকল দ্বিধা বিভেদ ভুলে একসাথে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতারা যে নির্দেশনা দিবেন তা অবশ্যই আমরা সবাই মেনে চলব।
অন্যদিকে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির সাবেক সভাপতি মাম্যেচিং এর কোন মন্তব্য পাওয়া যায়নি।
পূর্বকোণ/পারভেজ