চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৫ | ১১:৫২ অপরাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম পালিত হয়েছে। এউপলক্ষ্য আলোচনা, নবায়ন কমিটির অভিষেক, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বেে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও গীতিকার মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এস.এম.এ. এমরান, মোহাম্মদ নুরুল আনোয়ার ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং সৈয়দ শফিউল আজিম সুমন। মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথি হযরত গাউসুল আজম আব্দুল কাদের জীলানী (কঃ)’র জীবনী আলোচনায় বলেন, ” ঈমান, জান, জবান এবং কর্ম যার এক হয়েছে, সেই আল্লাহর মনোনীত হয়েছে। যার আদব নেই তার কোন জ্ঞান নেই। আর যার কোন জ্ঞান নেই, তার কোন বোধশক্তি নেই। আমাদের ঈমানের সাথে আদবের সম্পর্ক থাকতে হবে। “

পরবর্তীতে প্রধান অতিথি নতুন (সেশন ২০২৫-২০২৬) কমিটির সকল সম্পাদক ও সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেন এবং শুভেচ্ছার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমনের পরিচালনায় মিলাদ মাহফিলের পর প্রধান অতিথি দেশ ও মানবজাতির কল্যাণে মোনাজাত করেন। পরে সংগঠনের সদস্য মুহাম্মদ গোলাম মওলা রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট