
চট্টগ্রামের বাঁশখালীতে মামুনুর রশিদ মামুন ( ৪২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ষষ্ঠী বৈদ্যেরহাট সংলগ্ন বাজারে হুমায়ুনের মালিকানাধীন পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মামুনুর রশিদ একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সওদাগর পাড়ার বাদশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, মামুনের মাথায় আঘাত রয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ