
রাঙামাটির কাউখালীতে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে পাইশিথোয়াই মারমা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহত পাইশিথোয়াইয়ের স্ত্রী ও দুই শিশু সন্তান।
রবিবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া চায়েরি বাজারের পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক পাইশিথোয়াই কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে এবং তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর দেড়টায় উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজারে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পাইশিথোয়েইয়ের স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানটির চালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/এএইচ