
ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় ঘটে এ দুর্ঘটনা।
মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে প্রবল কান্না করতে দেখা যায়। অজ্ঞান হয়ে পড়া বেশ কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পদদলনের ঘটনায় নয়জনের মৃত্যুর তথ্য জানিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল এস আবদুল নাজির। তিনি জেলা প্রশাসনকে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।
ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বর্ণনা করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, “শ্রীকাকুলামের কাশিবুগ্গা’র ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের এ ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে। মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোক প্রকাশ করে বলেছেন, “এই একাদশীর দিনে আমরা গভীর শোকে নিমজ্জিত। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই।
পূর্বকোণ/পিআর