
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ডেবার পাড় শাহজাহান কোম্পানির বাসার ভাড়াটিয়া বিল্লাল মিয়ার ছেলে হাবিবুল্লাহ (২৪) তিনদিন ধরে নিখোঁজ।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে ৩১ অক্টোবর খুলশী থানায় সাধারণ ডায়েরি (নং-১৮৯৭) করা হয়েছে।
বিল্লাল মিয়া জানান, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় হাবিবুল্লাহ। তার পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট। সে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে। তার ব্যবহৃত ০১৩৩৬-৮৫৯১৭৪ মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। ছেলের খোঁজ না পেয়ে মা পাগলপ্রায়। কেউ তার সন্ধান পেয়ে থাকলে ০১৮৮৪-১৯৫৮৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, হাবিবুল্লাহ নামের ওই যুবক নিখোঁজ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ