
পার্বত্য অঞ্চল মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত নামে ফটিকছড়ির এক কিশোর নিহত হয়েছেন। ঘটনায় মুহাম্মদ তারেক নামের অপর কিশোর গুরুতর আহত হয়। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুর যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফাত নাজিরহাট পৌরসভা ১ ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র ছেলে, এবং আহত তারেক ৮ নং ওয়ার্ড়ের খাস মোহাম্মদ তালুকদার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
জানাগেছে, ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক হতে আসা পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ইয়াসিন আরফাত নিহত হন। আহত তারেক’কে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করেন। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ