চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামে বোনের বিয়ের বাজার করে ফেরার পথে ডাকাতের কবলে যুবক

আনোয়ারা সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৫ | ১১:৩৬ অপরাহ্ণ

বোনের বিয়ের  বাজার করে জন্য চট্টগ্রাম শহর থেকে ফেরার পথে সঙ্গবদ্ধ ডাকাত চক্রের কবলে পড়েছে বাঁশখালীর এক যুবক। এ ঘটনায় যুবককে মারধর করে মোবাইল নিয়ে গেলেও জনগণের হাতে ধরা পড়েছে চক্রটির এক সদস্য। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেলের সামনে এই ঘটনা ঘটে।

 

ঘটনার ভোক্তভোগী যুবক জিশু কান্তি সুশীল (৩০) বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের শীল পাড়ার অজিত কান্তি শীলের ছেলে।

 

এ ঘটনার বিষয়ে ভোক্তভোগী বলেন, মইজ্জারটেক থেকে লোকাল যাত্রীবাহী সিএনজিতে উঠে গুনাগরি যাওয়ার পথে আমার সাথে থাকা সিএনজির অন্যান্য যাত্রী এবং সিএনজি চালকের যোগসাজশে আমাকে কালাবিবির দিঘি মোড় থেকে আনোয়ারার রাস্তায় নিয়ে আসে। এসময় তারা আমাকে ছুরি ধরে আমার কাছে থাকা মোবাইল ফোন, হাতের রুপার ব্যাচলেট এবং নগদ টাকা নিয়ে ফেলে। এসময় রাস্তার আশেপাশের লোকজন বুঝতে পেরে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। এসময় একজনকে আটক করে স্থানীয়রা।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় স্থানীয়রা ১ জনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট