
চট্টগ্রামের চন্দনাইশে ৪ চোরাই গরুসহ আবদুল মাবুদ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে দোহাজারী জামিজুরী থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, একটি সংঘবদ্ধ দল দোহাজারী জামিজুরীর মাহমুদুল হক রিয়াদের খামার থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। এমন খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ঘণ্টার মধ্যে চোরাইকৃত ৪টি গরু ও চুরির জড়িত সাথে একজনকে আটক করা হয়। আসামি আবদুল মাবুদকে আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই চুরির সাথে দোহাজারী উল্লাপাড়ার আলী নবী ড্রাইভারের ছেলে মো, সেলিম (৫০)সহ ৭/৮ জন জড়িত রয়েছে।
পূর্বকোণ/এএইচসি