
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চার দোকানিকে ১৬ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতল, শাকপুরা এবং দাশের দিঘি পাড় এলাকায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি জানান, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে নূর স্টোর, মালেক শাহ স্টোর , মা অটোমোবাইল এবং আছাদিয়া সুইটসসহ চার দোকানিকে মোট ১৬ চাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ