
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভাম্যমাণ আদালত।
এসময় তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটকরা হলেন- মো. সুমন( ২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, আজ (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে তিনজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করলে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযানে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ