চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে  জিম্মিদশা থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফে  জিম্মিদশা থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২৫ | ৭:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের জিম্মিদশা থেকে ফের ২৪ জনকে উদ্ধার করেছে র‌্যাব। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ নারী ও ১০ জন শিশু রয়েছে।

 

আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

 

তিনি বলেন, বুধবার ভোররাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। ৩ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় হতে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করার উদ্দেশ্যে জিম্মি করে রাখা ২৪ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পাহাড়ের ভেতর পালিয়ে যায়।

 

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের পাশাপাশি গ্রেপ্তারে কাজ করছে র‌্যাব। আর উদ্ধার হওয়া ব্যক্তিদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট