চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারী-ফটিকছড়ি ও পটিয়া আসন চায় হেফাজত
ফাইল ছবি

বিএনপির সাথে জোট

হাটহাজারী-ফটিকছড়ি ও পটিয়া আসন চায় হেফাজত

মুহাম্মদ নাজিম উদ্দিন

২৯ অক্টোবর, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে তিনটি আসন ভাগে পেতে তৎপর হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসাকেন্দ্রিক ইসলামপন্থী এ সংগঠনকেও কাছে পেতে তৎপর বিএনপি। ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতারা হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন।

 

আগামী নির্বাচনে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক কয়েকটি দল নিয়ে নির্বাচনী জোট করতে যাচ্ছে। রাজনীতির এই প্রেক্ষাপটে বিএনপিও কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে সঙ্গে পেতে চায়। সাম্প্রতিক সময়ে হেফাজতের আমির কয়েকটি বক্তব্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা কথা বলেছেন। সেই সুযোগে জামায়াতে ইসলামীর বিকল্প হিসেবে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ‘ভোটব্যাংক’ বিএনপির বাক্সে আনার কৌশল নিয়েছে বিএনপি। নির্বাচনকে ঘিরে হেফাজতের সঙ্গে যোগাযোগ অনেকটা বাড়িয়েছে বিএনপি।

 

গত ১ আগস্ট বিএনপির দুই নেতা স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর ঢাকায় হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন সালাহউদ্দিন আহমদ।

 

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী গতকাল পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রামের তিনটি আসন (হাটহাজারী, ফটিকছড়ি ও পটিয়া) ভাগে চায় হেফাজতে ইসলাম। এই তিন আসনে সংগঠনের ভোটব্যাংক ও শক্ত অবস্থান রয়েছে।’ তিনি বলেন, হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তিশালী কমিটি রয়েছে। আসনটির প্রতি হেফাজতের দাবি জোরালো থাকবে।

 

হেফাজত সংশ্লিষ্টরা জানান, কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। তবে সংগঠনের মধ্যে অনেক রাজনৈতিক সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। স্ব স্ব রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশে নেবে হেফাজতভুক্ত দলগুলো। এরমধ্যে যুক্ত উল্লেখযোগ্য ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে : জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট। এরমধ্যে কয়েকটি বিএনপির দীর্ঘদিনের মিত্র দলও রয়েছে। এবার হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসলামী ‘ভোট ব্যাংকে’ প্রভাব রাখতে চাইছে বিএনপি।

 

হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মুনির হোসেন কাসেমী পূর্বকোণকে বলেন, ‘বিএনপির সঙ্গে জোট অনেকটা চূড়ান্ত। তবে আসন ভাগাভাগির পর্ব এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও পটিয়া-তিনটি আসনে হেফাজতভুক্ত দলগুলো ভাগে পাওয়ার জন্য দাবি রয়েছে। কারণে এসব আসনে হেফাজতের বড় ভোটব্যাংক রয়েছে।’

 

হেফাজত সংশ্লিষ্টরা দাবি করেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী-চসিকের ১ ও ২ নং ওয়ার্ড) ও চট্টগ্রাম-১২ (পটিয়া) এই তিন আসনে বিএনপির তীব্র কোন্দল-অন্তর্দ্বন্দ্ব রয়েছে। তিনটি আসনে বিএনপির একাধিক শক্ত প্রার্থী রয়েছে। একাধিক প্রার্থীর মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দিলে অন্যরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বিরোধিতা করতে পারে। এতে আসনগুলো বিএনপির জন্য ঝুঁকি হতে পারে। তাই হেফাজতে ইসলামভুক্ত দলগুলোকে ছাড় দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এসব আসনে কওমি মাদ্রাসাভিত্তিক বড় ভোটব্যাংক রয়েছে।

 

তবে বিএনপির একাধিক নেতা দাবি করেন, তিনটি আসনে বিএনপির শক্তিশালী অবস্থান ও বড় ভোটব্যাংক রয়েছে। এগুলো বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তিনটি আসন ছাড় দেওয়া-না দেওয়ার বিষয়টি দলের হাইকমান্ড চিন্তা-ভাবনা করবে।

 

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। তবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে।

 

চট্টগ্রাম-২ আসন থেকে নেজামে ইসলামী পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ শাহজাহান, হাটহাজারী আসন থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির ও পটিয়া আসনে হেফাজতে ইসলামে যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

 

পটিয়া থেকে আসনের সম্ভাব্য প্রার্থী হেফাজত ইসলাম ও নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পূর্বকোণকে বলেন, দ্বীনি শিক্ষা, ইসলামী রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে ইসলামপন্থী আলেম-উলামাদের বড় ভোটব্যাংক রয়েছে। বিএনপিও চায়, আগামী সংসদে ইসলামপন্থী শীর্ষ আলেম-উলামাদের সমন্বয়ে সব দলকে নিয়ে সরকার গঠন করতে।

 

বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে নিয়ে বিএনপি বিরোধী জোট গঠনে তৎপর রয়েছে। বিএনপিও জামায়াতবিরোধী জোটের বিকল্প হিসেবে ইসলামপন্থী হেফাজতভুক্ত দলগুলোকে নিয়ে বিকল্প জোট গঠনে জোর চেষ্টায় রয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট