
মায়ানমার হতে ভোররাতে সাঁতার কেটে ইয়াবার চালান আনার সময় সাড়ে ৫ কোটি টাকা মুল্যের ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক আশিকুর রহমান জানান, মায়ানমার থেকে মাদকের একটি বিশাল চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরাকারবারিরা ইয়াবার কয়েকটি বস্তা পানিতে ভাসিয়ে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে ডুব সাঁতার দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া বস্তা থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৫ কোটি টাকা মুল্যের ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন ইতিমধ্যে চক্রের স্থানীয় হোতাদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করেছে। এ মামলায় মাদক চোরাকারবারি হিসাবে শনাক্ত টেকনাফ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড খানকার ডেইলের ইমান হোসেনের পুত্র জয়নাল আবেদীনকে (৩৩) পলাতক আসামি করা হয়েছে। পলাতক আসামিরর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ