
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা আলমগীর আলম হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান (২৮) ও স্থানীয় ছাত্রদল কর্মী মো. হৃদয়।
রাসেল রাউজান সদর ইউনিয়নের হরিশখান পাড়া এলাকার মৃত নুরুল আমিন কেরানির ছেলেে এবং হৃদয় পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের রহমত পাড়ার কামাল চুনা করিমের ছেলে।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) হত্যার তিনদিন পর নিহতের বাবা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, নিহত আলমগীর আলম হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে নিহতের পিতা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে সাবেক ছাত্রদল নেতা রাসেলকে আটকের পর উত্তপ্ত হয়ে উঠেছে রাউজান। আজ সকাল ১১ টায় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে জলিলনগর ও ফকিরহাট হয়ে মুন্সিরঘাট চৌরাস্তায় এসে শেষ হয়।পরে বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন সুজনসহ আরো অনেকেই।
কর্মসূচি থেকে জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল রাসেল খানের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নেতাকর্মীদের বিনা কারণে হয়রানি বন্ধের আহ্বান জানান থানা।
পূর্বকোণ/পারভেজ