চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৫ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর মো. তানজি (১১)  দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে  মৃত্যুবরণ করেছে। তানজি ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।  

তানজির  পরিবার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগর বাড়িতে ভাড়া বাসার টিনের ছাদ থেকে শুকানো মরিচ নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তানজি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার দুপুরে তানজি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট