
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ বাহিনীর অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার সরল এলাকার মৃত আমির হামজার ছেলে আবুল হাসান (৪৮) ও আবুল হাসানের ছেলে শওকত (৩০)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৬ টার দিকে সরল ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরল এলাকা থেকে আবুল হাসান ও তার ছেলে মোহাম্মদ শওকতকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালে ২৩ এপ্রিল সরল এলাকায় দু’পক্ষের মারামারির ঘটনায় বাঁশখালী থানার দায়ের করা মামলার পলাতক আসামি তারা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যৌথ অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/পিআর