
কক্সবাজারে মাদকসেবী সন্দেহে মারধর থেকে বাঁচতে ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ইব্রাহিমের (২০) সন্ধান মেলেনি।
নিখোঁজ ইব্রাহিম রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের মোহাম্মদ আলমের পুত্র এবং পেশায় একটি খাবার হোটেলের কর্মচারী।
সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ইব্রাহিমের বাবা মোহাম্মদ আলম অভিযোগ করেছেন, গতকাল সোমবার রাতে ইব্রাহিম ও তার বন্ধু সাব্বির মোহাম্মদ আপেল বাঁকখালী নদীর পাশে একটি পরিত্যক্ত ঘরে বসে মোবাইলে গেম খেলছিলেন। হঠাৎ ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ৬-৭ জন লোক এসে কোনো কারণ ছাড়াই তাদের মাদকসেবনকারী মনে করে বেদম মারধর শুরু করে। এই মারধরের মুখে প্রাণ বাঁচাতে তারা দু’জন নদীতে ঝাঁপ দিতে বাধ্য হন। আপেল সাঁতরে নদীর অন্য পাড়ে উঠতে সক্ষম হলেও ইব্রাহিম নদীতে ডুবে যান।
সাব্বির মোহাম্মদ আপেল (পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার আব্দুল হাকিমের পুত্র) তার বন্ধু ইব্রাহিম নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার দিনভর কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল বাঁকখালী নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ইব্রাহিমের সন্ধান মেলেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিএমখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ। তিনি জানান, ইব্রাহিমের বাবা তার কাছে পুরো ঘটনা বর্ণনা করেছেন এবং প্রত্যক্ষদর্শী আপেলও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ যুবকের পরিবার হামলাকারী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
পূর্বকোণ/পিআর