চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

ইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৫ | ১:৫৫ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে বিএনপির আপত্তির মধ্যে ইসির সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সিইসি ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা এ বৈঠকে রয়েছেন।

 

ভোটের দায়িত্বে থাকেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার, যাদের সংখ্যা প্রায় ৯-১০ লাখ।

 

পাঁচ দিন আগে বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধদের’বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেছিলেন, কোনোভাবে যেন বিতর্কিতদের ভোটের দায়িত্ব দেওয়া না হয়।

 

বৈঠকে বিএনপির তরফে অনুরোধ করা হয়, নির্বাচনের ‘নিরপেক্ষতা বজায়’ রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্ব দেওয়া যাবে না। যেমন—ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি।

 

এরপর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ‘সেবামূলক প্রতিষ্ঠানকে’ নির্বাচনি দায়িত্ব না দেওয়ার বিএনপির ‘অযৌক্তিক আহ্বানে’ উদ্বেগ প্রকাশ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট