চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনসহ গ্রেপ্তার ৯
গ্রেপ্তার আসামিরা

মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচজনসহ গ্রেপ্তার ৯

 মিরসরাই সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৫ | ১১:১৯ অপরাহ্ণ

মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি, পরোয়ানাভূক্ত ও একাধিক মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

 

গ্রেপ্তার হলেন- খৈয়াছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকার সৈয়দ মুহুরী বাড়ির মৃত শামসুল হকের ছেলে মো. নাজমুল হক প্রকাশ ফকির (৩০), মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের জাইল্লা পুকুর এলাকার মীর হোসেনের বাড়ির মৃত ফিরোজের ছেলে মো. সজীব (২৩), ৪ নং ওয়ার্ডের সাব এলাকার হারুনের বাড়ির এমরান হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (২০), ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোভনীয়া এলাকার কামরুল হায়দার কালামের ছেলে মো. আমজাদ হোসেন প্রকাশ রাশেদ (২২), মো. রাসেল (২৮), ওয়ারেন্টভূক্ত আসামী খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া এলাকার অসি উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত জেবল হকের ছেলে মো. অহিদ (৩১) ও  মো. ফাহিম (২১), মনিরুল ইসলাম (১৮) ও নাইমুল হোসেন মাহিম (১৯)।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সদস্য, পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট