চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১

কুতুবদিয়া সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৫ | ১১:২০ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় মোহাম্মদ বাপ্পি (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত বাপ্পি কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের কায়মুল হুদার ছেলে এবং আটক আকতারও একই উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার পাড়ার শফিকুর রহমানের ছেলে। 

রবিবার  (২৬ অক্টোবর) সকালে কৈয়ারবিলের সেন্টার সংলগ্ন আজম সড়কে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাক্‌প্রতিবন্ধী তারেক জিয়া প্রতিবেদককে ইশারায় বলেন, কৈয়ারবিলের আজম সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছুরিকাঘাত করে ৫/৬ জন দুর্বৃত্ত অটোরিকশা নিয়ে ধুরুং বাজারের দিকে পালিয়ে যায়। 

তারেক হাতের ইশারায় আরো বলেন, তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

নিহতের মা জানায়, সকালে অপরিচিত এক যুবক বাপ্পিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই বাক্‌প্রতিবন্ধী বাড়িতে এসে ইশারায় তার ছেলেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানায়।

বাপ্পির মা আরও বলেন, পিলটকাটা খালে জাল বসিয়ে মাছ ধরার বিষয় নিয়ে স্থানীয় নেতা হেলালীর সাথে বিরোধ ছিল আমার ছেলের। কয়েকবার হামলার শিকারও হয়েছিল। এ নিয়ে হেলালীসহ আরো পাঁচ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একটি মামলাও করেছিল বাপ্পি। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে পালানোর সময় আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট