
চট্টগ্রামের আনোয়ারায় হাইলধর এলাকায় গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়ায় ধরা পড়েছে দুই চোর। এই ঘটনায় স্থানীয়রা সাহসিকতার সঙ্গে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রবিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবু আলী টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)।
স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত।
স্থানীয়রা জানান, চলতি মাসে এলাকায় পরপর পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছিল। শনিবার গভীর রাতে পশ্চিম হাইলধর গ্রামের একটি বাড়িতে চোরের দল হানা দেয়। বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি পুকুরে লুকানো অবস্থায় কেনুকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর চোর নাজিমকেও ধরা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, স্থানীয়রা দুই চোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ