
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি গায়েবী মসজিদ এলাকায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (২৬ অক্টোবর) ভোর পৌনে ৫টায় চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. মাহবুব আলম ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার জাফর সওদাগর বাড়ির মো. ফজল করিমের ছেলে।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে পালানো আসামি মোহাম্মদ মাহবুব আলম চান্দগাঁওয়ে স্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ