
বান্দরবানের থানচি থেকে দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যিশুরাম ত্রিপুরাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার ৪ নং গ্যালাংগা ইউনিয়নের রামদু পাড়ার মানলা ত্রিপুরার ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বলিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন মজুমদার বলেন, রুমা থানার একটি অস্ত্র মামলায় ২০০৫ সালে আদালত যিশুরামকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। তারপর থেকে পলাতক ছিলেন তিনি।
পূর্বকোণ/পারভেজ