চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে দেশীয় চোলাই মদসহ আটক ২

টেকনাফে দেশীয় চোলাই মদসহ আটক ২

টেকনাফ সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৫ | ১১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ট্রেনিংপ্রাপ্ত কুকুরের সহায়তায় দেশীয় চোলাই মদসহ দুইনকে আটক করেছে বিজিবি। আটক আসামিরা হলেন উপজেলার হোয়াইক্যং গ্রামের আবুল কাশেমের পুত্র মো. আবুল হাশেম (৩৬) এবং বেদু মিয়ার পুত্র মো. কালা মিয়া (৩২)।

 

আজ বৃহস্পতিবার (অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২৩ অক্টোবর বিকেলে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হোয়াইক্যং থেকে টেকনাফগামী ১টি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির একপর্যায়ে কে-নাইন ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর ও চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। পরবর্তীতে তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে লুকানো অবস্থায় পানির বোতলে ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী ও মদ বহনে সহায়তাকারী ইজি বাইকসহ চালককে আটক করা হয়।

 

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট