চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্যানেল লিডার এসএম নূরুল হক

চিটাগাং চেম্বার নির্বাচন: প্রার্থী পরিচিতি

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা

বিজ্ঞপ্তি

২৩ অক্টোবর, ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম. নুরুল হক। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের উন্নয়নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সবসময় কাজ করে যাবে।’

 

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপত্বি আবদুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত ব্যবসায়ী অ্যাসোসিয়েট গ্রুপের সদস্য মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস.এম. কামাল উদ্দিন এবং অর্ডিনারি গ্র গ্রুপের সদস্য আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ ইরশাদ, কাজী ইমরান এফ. রহমান, মো. আবছার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।

 

টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দীন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন,- সহ-সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এস এস বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ প্রমুখ। অনুষ্ঠানে সম্মিলিত ব্যবসায়ী – পরিষদের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। – তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভ্যাট ও ট্যাসহ ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক – ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট