চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

অলিখিত ফাইনালে আজ টাইগারদের ট্রফি মিশন
ছবি: সংগৃহীত

অলিখিত ফাইনালে আজ টাইগারদের ট্রফি মিশন

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। গত মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরে অতিথিরা। সিরিজের আজকের শেষ ম্যাচটি তাই ‘ফাইনাল’-এ রূপ নিয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

 

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগেরদিন গতকাল অনুশীলনে ব্যস্ত ছিল টাইগাররা। সকাল থেকে মিরপুরে গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরিয়েছেন রিশাদ-মিরাজরা। মনোযোগী হয়ে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফরা বিশেষ মনোযোগ দিয়েছেন টপ অর্ডারের স্থিতিশীলতা ও ডেথ ওভারে বোলিং পরিকল্পনায়।

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিততে পারলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। গত মঙ্গলবার সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ফল যাই হোক না কেন, বাংলাদেশ বা উইন্ডিজ উভয়ের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না।

 

বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ৭৪, আর উইন্ডিজের ৮০। অথচ কালো রঙের টার্নিং উইকেট বানিয়ে ক্যারিবীয়দের হোয়াইওয়াশ করতে চেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় উইন্ডিজ। একাদশে চার স্পেশালিস্ট ও দু’জন অকেশনাল স্পিনারের সমন্বয় ঘটিয়ে সমানতালে পাল্লা দিয়েছে তারা। শুধু তাই নয়। অনভ্যস্ত এমন উইকেটেও অধিনায়ক শাই হোপ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রিভস আর বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কন্ডিশন যতই প্রতিকূলে থাকুক না কেন, সেই কন্ডিশন কাজে লাগানোটাই হলো সাফল্যর পূর্বশর্ত। আর সেই উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা সে অর্থে দল হিসেবে এমন টিম পারফরমেন্স দেখাতে পারেনি।

 

প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়- মাহিদুল ইসলাম অঙ্কন জুটি আর শেষ দিকে রিশাদ ঝড় এবং পরে রিশাদের জাদুকরি স্পিন ঘূর্ণি। আর দ্বিতীয় ম্যাচে রিশাদের দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্য ছাড়া সবাই প্রায় ফ্লপ। তাই এগিয়ে থাকা সিরিজ এখন ১-১। আজ জিতলে ৪ সিরিজ টানা হারের পর আবার সিরিজ জয়ের স্বাদ মিলবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট