
বাহরাইনে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) ও ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার ব্যবস্থাপনায় মহাসমারোহে পবিত্র মিলাদুন্নবী ও ওরশ শরীফ উদযাপন, আলোচনাসভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৭ অক্টোবর) বাহরাইনের রাজধানী মানামায় k city business centre এর সেমিনার কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা নাজমুল হুদা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্ম সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, নাথে রাসুল পরিবেশন করেন সহ প্রচার সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম মিনহাজ, মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বাহরাইন ইন্টেরিয়র মিনিস্ট্রির সাবেক অফিসার, এডভোকেট তারেক আলওয়ান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাহরাইন দূতাবাসের প্রতিনিধি, লিগ্যাল এসিস্টেন্ট, মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী আজহারি এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ রানা।
স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসিফ। এছাড়া আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন, গাওসিয়া কমিটি বাহরাইন সহসভাপতি মোরশেদুল আলম আল কাদেরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন আল্লাহ, আল্লাহর রাসুলের (দঃ) রেজামন্দী হাসিলের সবচেয়ে উত্তম পন্হা হল আউলিয়া কেরামের নির্দেশিত পথ ও মত, সেই হিসাবে আজকে যেই মহতি অনুষ্ঠান ঈদ এ মিলাদূন্নবী (দঃ) ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ) ওরশ শরীফ এটা প্রমান করে আল্লাহ।
আল্লাহ রাসুল দঃ আউলিয়া উপস্থিত ছিলেন আশেকে রাসুল, আশেকে আউলিয়া, মঈনিয়া যুব ফোরাম বাহরাইন, গাউসিয়া কমিটি, আঞ্জুমানে খাদ্দামুন নাস, রিজভিয়া দরবার শরীফ, বাংলাদেশ সোসাইটি এর কর্মকর্তা বৃন্দ, অত্র কমিটির সকল কর্মকর্তা, সদস্য, বিভিন্ন ইসলামিক সংগঠন এবং জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের উপস্থিতিতে মাহফিল সম্পন্ন হয়। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া কিয়াম মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
পূর্বকোণ/ইবনুর