চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে
চিটাগাং চেম্বার এর পরিচালনা পর্ষদ নির্বাচনে চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন আয়োজিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী পরিচিতি সভায় এস এম নুরুল হকসহ নেতৃবৃন্দ

প্রার্থীদের পরিচিতি সভায় এস এম নুরুল হক

চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে রাষ্ট্রীয়ভাবে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক। তিনি বলেন, আর শুধু মুখের কথায় নয়। সরকারিভাবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর স্বীকৃতি দেওয়া, ব্যবসায়িক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও চট্টগ্রামের ব্যবসায়িক হারানো জৌলুশ ফিরেয়ে আনার জন্য যা করা প্রয়োজন তার সবই করবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

 

নগরীর চকবাজারের একটি রেস্টুরেন্টে সম্প্রতি বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভায় এই কথা বলেন এস এম নুরুল হক।

 

ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডবি্লউএফ) চট্টগ্রামের সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, লালচান্দ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, শাহ আমীন শপিং মলের সভাপতি আব্দুর রহিম, গোলজার টাওয়ারের সভাপতি সাখাওয়াত হোসেন রাহুল এবং ফেডারেশনের ট্রেজারার মোহাম্মদ ইসমাইল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ফেডারেশনের সেক্রেটারি জামাল উদ্দিন।

 

সভায় বক্তারা চট্টগ্রামকে রাষ্ট্রীয়ভাবে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ, চট্টগ্রাম বন্দরে আরোপিত ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি বাতিল এবং বন্দর থেকে অর্জিত রাজস্বের ১০ শতাংশ চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দের দাবি জানান।

 

এতে উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীবৃন্দ এস এম কামাল উদ্দিন, মোস্তাক আহমদ চৌধুরী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ কামরুল হুদা, আহমেদ রশিদ আমু, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, ইমাদ এরশাদ, কাজী ইমরান এফ রহমান, মো. আবচার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা। সভায় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট