চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পরিণতি নুরুল হুদার মতো হবে: হাসনাত

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৫ | ২:৪৩ অপরাহ্ণ

এই নির্বাচন কমিশন (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা ঠিক না হলে পরিণতি কেএম নুরুল হুদা কমিশনের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ রবিবার ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে সেটি নির্ধারিত না। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে নিজেদের মতো পরিচালিত করছে।’

হাসনাত বলেন, ‘এনসিপিকে ইসি ইচ্ছাকৃত বা সেচ্ছাচারীভাবে শাপলা দিচ্ছে না। কোনো আইনগত ব্যাখা তারা দিতে পারছে না।’

নির্বাচন কমিশনের সামলোচনা করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, তারা সেসব বাস্তবায়ন করে।’

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মেরুদণ্ডহীন ইসি। বিভিন্ন পক্ষের পারপাস এই ইসি সার্ভ করছে। যারা নিয়োগ দিয়েছে ইসিকে, তারা সেই পারপাস সার্ভ করছে। তারা ঠিক না হলে তাদের পরিণতি নুরুল হুদার মতো হবে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট