চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ভেতরে আমদানি করা বহু পণ্য

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৫ | ৫:১৯ অপরাহ্ণ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এছাড়া আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের কারণে বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আইএসপিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে সেখানে ১৬টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও ইউনিট পথে রয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট