
চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর এবং একটি ওষুধের দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ও পৌরসভার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মুছা মেম্বারের বাড়ির অনিল শীলের ঘরে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অনিল শীলের তিন ছেলে-বিশ্বনাথ শীল, আশিষ শীল ও রাজিব শীলের ঘরসহ মোট ৯টি কক্ষ পুড়ে যায়। আসবাবপত্র, শিক্ষার্থীদের বইপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মুছা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও প্রয়োজনীয় সাংসারিক সরঞ্জাম দেওয়া হয়েছে এবং এলাকাবাসীও তাদের সহায়তা করছেন।
অপরদিকে রাতে পৌরসভার কলেজ গেট এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সীমানা প্রাচীর সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশে এফ এ মেডিসিন’ নামের একটি বন্ধ ওষুধের দোকানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
পূর্বকোণ/পিআর